চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’ গ্রুপে সংঘর্ষ আহত-২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবাদমান সিএফসি ও
সিক্সটি নাইন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার
(৫ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এ সংঘর্ষের
সূত্রপাত হয়। পরে তা শাহজালাল হল ও আমানাত হলে ছড়িয়ে পড়ে।
কথা কাটাকটির জের ধরে সংঘর্ষের সুত্রপাত বলে প্রাথমিকভাবে
জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ
চলছিল।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
করেছে প্রক্টরিয়াল বডি।
সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীরা হলেন, ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান, ও
১৫-১৬ সেশন ও উপ বিজ্ঞান সম্পাদক শেখ রাসেল। এর মধ্যে সফল
সিক্সটি নাইন ও রাসেল সিএফসির কর্মী।

জানা যায়, সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুই কর্মী
কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এতে
মির্জা সফল প্রধান গুরুতর জখম হন। এ খবর ছড়িয়ে পড়লে শাহ
আমানত হলে সিএফসি ও শাহজালাল হলে সিক্সটি নাইনের
কর্মীরা অবস্থান নিয়ে পরস্পরের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ
করতে থাকে। কিছুক্ষণ পরে একটি খাবারের হোটেলে ছাত্রলীগের
উপবিজ্ঞান সম্পাদক শেখ রাসেলের উপর আক্রমন করে সিএক্সটি
নাইনের কর্মীরা। এতে আহতাবস্থায় রাসেলকে চবি মেডিকেল
সেন্টারে চিকিৎসা নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন,
‘ছাত্রলীগের বিবাদমান দু গ্রুপে সংঘর্ষ হয়েছে। আমরা

পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা
করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *