দেশে করোনায় আরও ৩৩৩ জন শনাক্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৩ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি। অপরদিকে সুস্থ হয়েছে ১৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২৮ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭২০ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৮ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *