সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামী সাহাব উদ্দিনকে আটক করেছে র‌্যাব-৭

সীতাকুণ্ডে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আকবর হোসেন এর ছোট ভাই মুমিনুল হককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী সাহাব উদ্দিনকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। মঙ্গলবার সকাল পৌনে ৬টার সময় নগরীর চকবাজার থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়। সাহাব উদ্দিন মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নুরুজ্জামান লাতুর পুত্র। উল্লেখ্য, এলাকায় বিভিন্ন অসাধু কার্যকলাপে বাধা দেওয়ার অপরাধে গত ২৯ জুন দুস্কৃতিকারীরা মুমিনুল হকের শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতে হত্যা করে।

এঘটনার একদিন পর নিহত মুমিনুল হকের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ৯/১০ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করে। এতে প্রধান আসামী সাহাব উদ্দিনকে আটক করলেও বাকী আসামী পলাতক রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে হত্যা, হত্যা-চেষ্টা, মারামারি, চুরি এবং ছিনতাইসহ মোট ৪টি মামলা রয়েছে। আসামী সাহাব উদ্দিনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *