সীতাকুণ্ডের সন্তান ফয়সল চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সন্তান ডঃ মুহাম্মদ ফয়সল চৌধুরী স্কটল্যান্ডের বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটি গ্লাসগো বিশ্ববিদ্যালয় (ইউ কে) থেকে মানবসম্পদ ব্যাবস্থাপনার উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। পিএইচডি কালীন তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। ফয়সাল চৌধুরী বর্তমানে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বি বি এ প্রোগ্রাম ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন।

ফয়সাল জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ড শিবপুর চৌধুরী বাড়ির ব্যাবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী ও রওশন আরা চৌধুরীর প্রথম সন্তান।

ডঃ মুহাম্মদ ফয়সল চৌধুরী বাংলাদেশে এসে গবেষণা ও শিক্ষকতায় মনোনিবেশ করবেন বলে জানান।

এদিকে সন্তানের উচ্চতর ডিগ্রি অর্জনে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী ও রওশন আরা চৌধুরী এদিকে কৃতিত্বের খবরে নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন ফয়সাল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *