কোভিড: বিশ্বে ২৪ ঘণ্টায় একদিনে ১ হাজার ৫৯৩ মৃত্যু

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৮২৪ জন।

এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২২ হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৪৩৩ জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ৭২৯ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৮২ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৭৫ জনে এবং শনাক্ত এক কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ২৪৬ জনে।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ৪৮৪ জন। মারা গেছেন ৫৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত দুই কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৯৬১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৪৯ জনের।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯ হাজার ১৬৭ জন। আর মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৬৯ জনে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *