হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন

আগুন

দুর্বৃত্তরা রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।

বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই আগুন ধরিয়েছে তাদের এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি বলেন, ‘দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

এর আগে ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। শুনানিকে কেন্দ্র করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *