চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় মানসিক রোগীর দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে শিকলে বেঁধে রাখা হয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিনকে (২৭)। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। গত ৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন চট্টগ্রাম খবরকে বলেন,
দীর্ঘদিন ধরে মো. শাহাবুদিনকে তাঁর ভাইয়েরা একটি ঘরে বেঁধে রাখেন। মানসিক অসুস্থ বলে অপবাদ দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
এমন অভিযোগ পেয়ে বুধবার বিকেলে পুলিশসহ নিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে। সাহাবুদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জে-আর