সীতাকুণ্ড ফৌজদারহাটে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

সীতাকুণ্ড

২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৭ এর একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ফেনসিডিল বহনকারী ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলো, লোহাগাড়া থানার মজিদার পাড়া গ্রামের আলী হোসেনের পুত্র মোঃ আকতারুজ্জামান ওরফে রবি (২৭),চট্টগ্রাম কোতয়ালী থানার কাজির দেউড়ি এলাকার মৃত কবির আহমদের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), ফেনী সদর থানার ধর্মপুর গ্রামের আবুল হাশেমের পুত্র মোহাম্মদ আলী (২২), ফেনী সদর উত্তর বিরিচিং গ্রামের খন্দকার বাড়ির জন্টু মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন রিয়াজ(২০)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহামুদুল হাসান মামুনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়িকে আটক করি।

পরে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের বগির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-গ-৩২-১৭৬৯) জব্দ করি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪লক্ষ টাকা। অন্যদিকে জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। আটককৃত আসামী ও উদ্ধাকৃত মাদকসহ প্রাইভেটকারটি জব্দ দেখিয়ে সীতাকুণ্ড থানায় মামলা পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *