সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হযরত পহ্নিশাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আবু রিহান (১৫) নামে এক শিশু ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে।সন্তানের খোঁজ না পেয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছেন বাবা-মা। নিখোঁজ রিহান উপজেলার বার আউলিয়াস্থ খোজার পাড়ার মোঃ সিদ্দিকের পুত্র।
এঘটনায় ৫ সেপ্টেম্বর সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আনোয়ারা বেগম। রিহান গত ৩১ আগষ্ট সকালে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজ রিহানের মা বলেন, ৩১ আগষ্ট সকালে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
Leave a Reply