কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা- এ প্রতিপাদ্যকে সামনে রখেে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জাতীয় কন্যা শশিু দবিস পালতি হয়েছে।
দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার র্কাযালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজলো পরষিদ চত্বরে মানববন্ধন পালতি হয়।
মানববন্ধন শেষে উপজলো পরষিদ হলরুমে উপজলো নর্বিাহী অফসিার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ এর সভাপত্বতিে আলোচনা সভা অনুষ্ঠতি হয়।
এ সময় উপজলো ভাইসচয়োরম্যান আনোয়ার হোসেন খান, মহলিা ভাইস-চয়োরম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজলো মহিললা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ আরো অনেকেই।
এ ছাড়া মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply