চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে মসজিদ-মন্দিরের উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী জানান, ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বরাদ্দ থেকে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের ৫৪ টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দুলন বলেন, দুর্গাপূজা সামনে রেখে উপজেলার ১১ ইউনিয়নের মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য অনুদান প্রদান করায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে বৃহস্পতিবার রাতে ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমের ফেসবুক আইডিতে মসজিদ ও মন্দির সংস্কারের অনুদানের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, মুসল্লি ও স্থানীয়রা ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জে-আর
Leave a Reply