করোনাকালে মাত্র ১৫ দিনে একটি সিনেমা বানিয়ে ফেলেছিলেন খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। পিপলু আর খানের নির্মাণে দুই বছর আগে ঘোষণা এলেও, তখনও সিনেমার নাম ঠিক হয়নি। এবার জয়া জানালেন, স্বল্পদৈর্ঘ্যে এই সিনেমার নাম ‘জয়া আর শারমিন’।
সিনেমায় জয়া চরিত্রে নিজে অভিনয় করেছেন জয়া আহসান, শারমিন চরিত্রে মহসিনা আক্তার। এছাড়া ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনীকেও দেখা যাবে এই সিনেমায়।
সিনেমাটির গল্প প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’
জানা গেছে, সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে জয়া আর শারমিনের গল্প এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পিপলু ও নুসরাত ইসলাম মাটি।
প্রযোজনা করেছেন অ্যাপলবক্স ফিল্মস, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া ও জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।
এন-কে
Leave a Reply