আখতারুজ্জামান চৌধুরী বাবু সড়ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া আখতারুজ্জামান চৌধুরী বাবু সড়ক উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। শুক্রবার দুপুরে টি-আর কাবিকা প্রকল্পের ৬৯ লাখ টাকা ব্যয়ে গোবাদিয়া আখতারুজ্জামান চৌধুরী বাবু সড়ক উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এসএম আলমগীর চৌধুরী,

ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,

অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, শামসুল ইসলাম চৌধুরী, আমিন শরীফ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একান্ত সচিব এডভোকেট ইমরান হোসেন বাবু,

উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন গফুর খোকন।

পরে ভূমিমন্ত্রী হাজী আসকর আলী জামে মসজিদ জুমার নামাজ আদায় এবং হযরত হাজী আমির হোসেন মাঝির মাজার জেয়ারত করেন।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *