ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইতে ইসলাম ধর্মের অবমাননা মামলার তিন শ্রীলঙ্কান নাগরিকের বিচার কার্যক্রম শুরু করেছে দুবাই আদালত। মে মাসে তাদের গ্রেফতার করেছে আল বারাসা থানার পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার দুর্ঘটনার পর এই তিনজন ইসলাম ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন। পোস্ট দেখে সাথেসাথে তাদের সহকর্মীরা পুলিশে অভিযোগ জানালে পুলিশ সত্যতা যাচাই করতে তাদের ল্যাপটপ ও মোবাইলসহ তিনজনকে আটক করে।

দুবাই পাবলিক প্রসিকিউশন অনুসারে জানা যায়, তিনজন আসামী ২৮ থেকে ৩৪ বছর বয়সী। বুধবার শুনানিতে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে।

আগামী ২০ ডিসেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করেছে দুবাই সুপ্রিম কোর্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *