চট্টগ্রামের সরকরি সিটি কলেজ এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর (রোববার) সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে একটি র্যালি বের করা হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগ বিভাগীয় প্রধান শরমিন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত এবং প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী।
এসময় আরো বক্তব্য প্রধান করেন, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, শিক্ষক ক্লাব সম্পাদক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন এবং কলেজ ছাত্রলীগ (বৈকালিক) আহ্বায়ক আশীষ সরকার নয়ন সহ প্রমুখ।
এরআগে গত ৪ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের মাঝে ‘মাদকের অপব্যবহার ও পাচার রোধ’ বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কলেজ ছাত্রলীগের সহযোগীতায় চিত্রাঙ্কন, রচনা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জে-আর
Leave a Reply