চমেক’র সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে রাস্তার উপর একজন ব্যক্তির লাশ (পুরুষ ৬০) পাওয়া গেছে।

গতকাল রাত নয় ঘটিকার সময় লাশটি পাওয়া যায়।

মৃত ব্যক্তির ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাঁচলাইশ মডেল থানা (০১৮১৮-১৬৪২১৫) সিএমপি,চট্টগ্রাম অথবা এসআই সজীব কুমার দাস(০১৮৩০-৭৫০৫৪০), পাঁচলাইশ মডেল থানা,সিএমপি বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার জিডি নং- ৬৪০, তারিখ- ১১/১২/২০১৯

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *