কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর পরই ওই রিকশা ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বাংলা বাজার টু সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মাহতাব হোসেন আরিয়ান (৮), মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ডের জসিম উদ্দিন’র ছেলে এবং একই এলাকার ওসমানীয়া নূরানী মাদ্রাসার শিশু জামাতের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *