বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

চট্টগ্রামে বড় ভাইকে হত্যার দায়ে কলেজ পড়–য়া ছোট ভাই রায়হান চৌধুর কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গত ১১ সেপ্টেম্বর (রোববার) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন। ২০১৭ সালের ১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু করেন। ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দিলেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে নগরের কোতোয়ালি থানার রাবেয়া রহমান লেনের গোলাম কিবরিয়া ভবনে থাকতেন।

আদালত সূত্র জানায়, আসামি রায়হান নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র থাকাকালে কলেজ ফাঁকি দিয়ে ‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন করতেন। এ বিষয়ে রায়হানকে তাঁর বড় ভাই সোহেল চৌধুরী শাসন করতেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৫ সালের ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে পরিকল্পিতভাবে সোহেল চৌধুরীকে রায়হান তাঁর কক্ষে ডেকে নেন। ঢোকার পরপরই দরজা বন্ধ করে দিয়ে একাধিক ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেলকে হত্যা করা হয়।

ঘটনার কিছুক্ষণ পরে তাঁদের মা রায়হানের কক্ষে সোহেলকে খুঁজতে গেলে রায়হান দ্রæত কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামি রায়হান চৌধুরী পড়াশোনা ফাঁকি দিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। গভীর রাতে বাসায় ফিরতেন। এসব করতে বারণ করায় বড় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে তাঁকে খুন করেন।

জে-আর/জে-এম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *