ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের পাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের পাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ৪২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম অর্থঋণ আদালত বিচারক মুজাহিদুর রহমান গত ১১ সেপ্টেম্বর (রোববার) বিকেলে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ শিল্পপতি হলেন – চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রæপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, মাশরুর হাবিব ও তানভীর হাবিব।

আদালত সূত্র জানায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের করা ৪২ কোটি টাকা ঋণখেলাপি মামলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিবসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। এরপর আদালত এ আদেশ দেন।

গত ৮ আগস্ট ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় হাবিব গ্রæপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ষষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান।

জে-আর/জে-এম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *