ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পে রামগড়ে ভিক্ষাবৃত্তি নিরসনে অনুদান বিতরণ

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।

১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিক্ষুক মুক্ত রামগড় উপজেলা গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে এককালীন অনুদান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের আওতায় একজনকে নগদ অর্থ ও তিনজনের মাঝে তিনটি গাভী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

এ সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনার মধ্যে দিয়ে আরো উপস্থিত ছিলেন

আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, সমবায় কর্মকর্তা দিদারুল আলম সহ শহর সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *