চট্টগ্রামের হাটহাজারীতে ৬‘শ ফুট বিদ্যুৎ তারসহ দুর্ধর্ষ চোর চক্রের মো. মাসুদ রানা প্রকাশ মাসুদ(২১), মো. হান্নান(২২)নামে সদস্যকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বুধবার ভোরে পৌরসদরস্ত পশ্চিম দেওয়ান নগর শীলছড়ি ও জঙ্গলশীল এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো – পৌরসভাস্ত ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর সুলতান আহম্মেদের বাড়ির মোশাররফ হোসেনের পুত্র,অণ্যজন একেই এলাকার সুলতান আহম্মেদের পুত্র।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল সবুজ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,পৌরসদরস্ত পশ্চিম দেওয়ান নগর শীলছড়ি
ও জঙ্গলশীল এলাকার আল ফয়সাল এগ্রো কমপ্লেক্স এর মালিক লুৎপি মাদানি এর মালিকানাধীন খামার বাড়ীর বিদ্যুৎ এর খুটি থেকে আনুমানিক
৬’শ ফুট মোটা কালো রংয়ের থ্রি পেইজ তারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।এদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়।
জে-আর
Leave a Reply