সীতাকুণ্ড প্রতিনিধিঃ আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (আংশিক) নিয়ে গঠিত চট্টগ্রাম ২ থেকে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আ ম ম দিলসাদ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন তিনি। আ ম ম দিলসাদ সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য।
মনোনয়ন পত্র জমা দানকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মনির আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।
আ ম ম দিলসাদ বলেন, সেবার ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। গত পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্বে থেকে আমার সাধ্য মতো বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করেছি এবং আগামীতেও কাজ করতে চাই। তাই সকল ভোটারদের কাছে আবারও ভোট প্রার্থনা করে মানুষের সেবা করার সুযোগ চাই।
Leave a Reply