মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এঘটনায় আহত অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় জোনাকী বাস সামনের কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে গাড়ি দাঁড় করিয়ে উভয় পক্ষ ঝগড়া করছিলেন। এসময় কাভার্ডভ্যানের পেছনে দ্রুত গতিতে আসা আরেকটি মিনি পিক-আপ ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় চার সিএনজি চালক ঘটনাস্থলে মারা যায়।
নিহতরা হলেন, শেখ ফরিদ (৩০), সুমন (২৫), মেহেদী (২৩) এবং আবুল কাশেম (৬০)। এঘটনায় আহতরা হলেন- এএসআই মোস্তফা, রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০), শাহ আলী (২৬) আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন।
Leave a Reply