সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৪‘শ ৮৮ জন

সিলেটসহ সারাদেশে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪’শ ৮৮ জন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ১‘শ ৪৯টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোর ২‘শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি নিয়েছে সিলেট শিক্ষা র্বোড। সিলেট নগরের প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। শিক্ষক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪’শ ৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৫‘শ ১৭ জন ছাত্র, ৬৬ হাজার ৯‘শ ৭১ জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা এবার ১৭ হাজার ৪‘শ ৫৪ জন বেশি।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩‘শ ৩ জন, মানবিক বিভাগে ৮৪ হাজার ২‘শ ২৯ জন এবং ব্যবসা বিভাগ থেকে ৮ হাজার ৮‘শ ৯৫ পরীক্ষার্থী রয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭‘শ ৪ জন। বোর্ডের অধীনে ৯‘শ ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১‘শ ৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬টি ভিজিল্যান্স টিমও মাঠে কাজ করছে।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *