রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের কোথাও জমি অনাবাদি রাখা যাবেনা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ, সার থেকে কৃষি উপকরণ প্রদান করছে। এসকল সুযোগ-সুবিধার সদ্যবহার করতে হবে। রাউজানের মানুষ নিদেজের উৎপাদিত মাছ-ফলমুল দ্বারা নিজেদের চাহিদা পূরণ করে বাইরে সরবরাহ করছে।
১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানের পর ফজলে করিম চৌধুরী এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,¡ বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী,নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, রবীন্দ্রলাল চৌধুরী প্রমুখ।
Leave a Reply