রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ২শত ৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার ২৫টি পুকুরে মাছের পোনা অবমুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেছেন, বেকারত্ব ঘুচাতে মাছচাষে যুবকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। যার ফলে আজকে রাউজানে প্রতিটি এলাকার পুকুর জলাশয়ে মাছ চাষ করে নিজেদের ভাগ্য বদল করছেন অনেকেই। আগামীতেও আরো অধিকহারে মাছ চাষে মানুষদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গহিরা কলেজ পুকুরে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর কাজী ইকবাল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান, মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply