চুলের বাইরের আবরণকে সুস্থ রাখতে অনেকেই তেল মাথার স্ক্যাল্প ও চুলে ব্যবহার করেন। এই অভ্যাস লাভজনক হলেও দীর্ঘ সময় ধরে মাথায় তেল রাখাটাকে মোটেও লাভজনক বলে মনে করছেন না ডার্মাটোলজিস্টরা।
অনেকেই নারিকেল তেল, বাদাম তেল, সরিষা তেল, অলিভ ওয়েল চুলে ব্যবহার করেন সঠিক পুষ্টির আশায়। নিঃসন্দেহে তা চুলের পুষ্টি জোগায় তবে বিশেষজ্ঞরা বলছেন, তেল থেকে চুল ও মাথার ত্বকের পুষ্টি সংগ্রহ করতে সময় প্রয়োজন হয় ৪০ থেকে ৫০ মিনিটের মতো।
তাই যারা মনে করেন, দীর্ঘ সময় তেল মাথায় থাকলে চুল বেশি পুষ্টি পাবে, বিষয়টি মোটেও সে রকম নয়। বরং সারা দিন বা সারা রাত তেল মাথার স্ক্যাল্প ও চুলে থাকলে তা চুলের গোড়াকে নরম করে ফেলে।
চুলের গোড়া নরম হলে শুরু হয় চুল ঝরে পড়ার মতো সমস্যা। তা ছাড়া মাথার স্ক্যাল্পে দীর্ঘ সময় তেল থাকায় সেখানে ময়লা আটকে থাকার সুযোগ পায়। এই ময়লা মাথার ত্বককে নষ্ট করে ফেলে। এতে দেখা দেয় খুশকির সমস্যাও।
তবে তার মানে এই নয়, চুলে তেল ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞরা বলছে, চুলের যত্নে তেল অবশ্যই ব্যবহার করতে হবে তবে তা চুলে রাখা যাবে সর্বোচ্চ ১ ঘণ্টা। চুল ও মাথার ত্বকে ভালোভাবে তেল ম্যাসাজ করে এক ঘণ্টা পরই শ্যাম্পু করুন। এতে তেলের সম্পূর্ণ পুষ্টিই চুল ও মাথার ত্বক পাওয়ার সুযোগ পাবে।
এন-কে
Leave a Reply