ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

চলতি নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে দীর্ঘ ৬ বছর পর ফাইনালে উঠল সাবিনা খাতুনের দল। এর আগে ২০১৬ সালে টুর্নামেন্টটির ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন।

এছাড়া একটি করে গোল করেন সিতারা জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, তহুরা খাতুন, মাসুরা পারভীন ও রিতুপর্ণা চাকমা। যার ফলে শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় ব্যবধানে ভুটানকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে, ২০১০ সালে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০, ২০১২ সালে ১-০ এবং ২০১৯ সালে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *