ফটিকছড়িতে কাঠ পাচারকালে গুলিবিনিময়: কাঠ আটক

এম জুনায়েদ,ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে গাছ চোরাকারবারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত গাছ চোরাকারবারীরা চুরি করছে সরকারি বিভিন্ন বাগানের কাঠ।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনছড়ি বন এলাকা থেকে গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় দুটি চাঁদের গাড়িসহ ১শত ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বন কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় গাড়ী ভর্তি এসব চোরাই কাঠ নাজিরহাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

শোভনছড়ি বিট কর্মকর্তা আবু তাহের বলেন, উদ্ধারকৃত কাঠের মূল্য আনুমানিক দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরো বলেন, শোভনছড়ি থেকে চোরাকারবারীরা কাঠ চুরি করে নিয়ে যাওয়ার সময় কাঠগুলো আটক করতে গেলে চোরাকারবারীদের সাথে ৩ রাউন্ড গুলি বিনিময় হলে তারা পিছু হটে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই বিট কর্মকর্তা।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারী বাগান থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে কাঠ।
কাঞ্চননগর, খিরাম, নানুপুর -আজাদী বাজার সড়ক দিয়ে রাউজান হয়ে কাঠ পাচার হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। রহস্যজনক কারণে বিভিন্ন বিটের কর্মকর্তারা মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালালেও বেশিরভাগ সময় নীরব ভূমিকা পালন করে বলে একাধিক সুত্র জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *