চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিন্দু মহাজোট নেতা জয় প্রকাশ নারায়ন রক্ষিতের দুই প্রস্তাবকারী ও সমর্থনকারীকে অপহরণের অভিযোগ উঠেছে। ১৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হিন্দু মহাজোট প্রার্থী জয় প্রকাশ নারায়ন রক্ষিত।
তিনি অভিযোগ করে বলেন, সরকার দলীয় প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের লোকজন গতকাল দুপুরে সাতকানিয়াস্থ নিজ নিজ বাড়ি থেকে দুই প্রস্তাবকারী ও সমর্থনকারীকে জোর পূর্বক গাড়িতে তুলে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে আসে। অপহৃত প্রস্তাবকারী ও সমর্থনকারী আবু তাহের ও আক্তার কালামের এখনো তাদের কোন হদিস মিলেনি।
তিনি বলেন, এটিএম পেয়ারুল ইসলাম ও তাঁর লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা হুমকি ধমকি দিচ্ছে। আগামীকাল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ।
নারায়ন রক্ষিত অভিযোগ করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী বলেই তাঁর লোকদেরকে অপহরণ করা হয়েছে। তিনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের ভ‚মিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, জেলা প্রশাসক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা হয়েও পক্ষপাতমূলক আচরণ করছেন। এ কর্মকর্তার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়। তিনি অবিলম্বে অপহৃত তাঁর দুই প্রস্তাবকারী সমর্থনকারীর মুক্তি ও সন্ধান দাবী করেন।
এসময় হিন্দু মহাজোট নেতা দীপক কুমার পালিত, ডাক্তার রানা দাশ, ইঞ্জিনিয়ার সুভাষ, স্বপন কুমার, ডাক্তার বিধান প্রমুখ উপস্থিত ছিলেন।
জে-আর
Leave a Reply