উখিয়ায় এপিবিএন সদস্যকে কোপালো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়ে জখম করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বালুখালীর ৭ নম্বর ক্যাম্পের ব্লক ডি-এ ঘটনা ঘটে।

গুরুতর আহত এপিবিএন সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, আহত সদস্যকে সন্ধ্যার পর প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ বলেন, কনস্টেবল শহিদুল ক্যাম্প-৭-এর দিকে আসছিলেন।

এসময় পথে একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

২৪ঘণ্টা/এনআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *