চট্টগ্রাম জেলার রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মতি লাল মেম্বারের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির গীতা ঘোষের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় লোকজন। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলেন রনজিত দাশ,অভি দাশ, গিতা ঘোষ, স্বপন দাশ, গৌতম দাশ।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় পাশ্ববর্তী অনেক পরিবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ,
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল, পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দীন। এ সময় ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির হত-দরিদ্র গিতা ষোষের একটি গরু জ্বলে অঙ্গার হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চোখ-মুখে অন্ধকার দেখছেন বয়সের ভারে ন্যুজ হয়ে পড়া এই বৃদ্ধা।
রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পাঁচ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল। এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে ক্ষতি গ্রস্থ পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
জে-আর
Leave a Reply