দুবাইয়ে কুড়িয়ে পাওয়া ১৫ কেজি স্বর্ণ ফেরত দিলেন বাংলাদেশী

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরও একবার বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর সততায় মুগ্ধ স্থানীয় প্রশাসন।

এবার কুড়িয়ে পাওয়া ১৫ কেজি ওজনের স্বর্ণ ফেরত দিয়ে সততার নজির গড়লেন দুবাইপ্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল।

এ জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ
(আর টিএ) খুশি হয়ে তাকে সম্মাননাস্বরূপ প্রশংসাপত্র প্রদান করে।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদপ্তরে জমা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *