২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গৌরাঙ্গ আচার্য রাঠু নামের এক জ্যোতিষী তার ভাইদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরাঙ্গ আচার্য বলেন, আমার বড় ভাই ও সেজভাইসহ কয়েকজন আত্মীয় স্বজন ঐক্যবদ্ধ হয়ে আমার সুনামক্ষুন্ন করতে, আমাকে সামাজিক, মানসিক ও নানাভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আমার বড় ভাই নিতাই আচার্য্য ও তার স্ত্রী শিউলী রানী, সেজ ভাই কুশা আচার্য্য ও তার স্ত্রী লক্ষী রানী দাশ, চাচাতো ভাই সঞ্জয় আচার্য্য ও তার বোন রত্না রানী এবং গ্রামের শম্ভুশীল, তার পিতা মাখন লাল শীল ও রুবেল ভট্টাচার্য্য মিলে যে তথ্যগুলো উপস্থাপন করেছে সেগুলো ঐক্যবদ্ধ ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রনোদিত ও হিংসাত্মক বলে আমি মনে করি।
আমি কোন রকমে তন্ত্র বিদ্যা দিয়ে মানুষের উপকার করে জীবিকা নির্বাহ করে আসছি। এনজিও সংস্থাগুলো থেকে লোন নিয়ে কাজকর্ম করি, লোন শোধ করতে গিয়ে হিমসিম খেতে হয়। তার মধ্যে আমার বিরুদ্ধে আমার ভাই বোনেরা সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন, কালি মন্দিরে সার্বজনীন পূজাকালীন সময়ে প্রশাসনের নাম দিয়ে বিভিন্ন অজুহাতে পূজা বন্ধ করে দিয়েছি। তাছাড়া গ্রামের মানুষ আমার বিরুদ্ধে কিছু বললে মামলা জড়ায়ে দিবো বলে যে হুমকি প্রদানের অভিযোগ এনেছে তাহা ডাহা মিথ্যা।
তারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করতে চেয়ে ব্যর্থ হলে উল্টো আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় তারা আমাকে ভন্ড, প্রতারক, চোর, ডাকাত ও ধর্ষক ইত্যাদি অশ্লীল ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিয়ে ভিটেমাটি ছাড়া করার চেষ্টা করছে। এমতাবস্থায় আমি ঐ সংঘবদ্ধ দূস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
উল্লেখ যে, গত বুধবার সীতাকুণ্ড প্রেসক্লাবে গৌরাঙ্গ আচার্য রাঠুর বিরুদ্ধে উপজেলার ৮নং বহরপুর, বারৈয়ারঢালা ইউনিয়নের এলাকাবাসী ও তার ভাই-বোনরা তার অত্যাচার থেকে পরিত্রান পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply