চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিলো রাজশাহী রয়্যালস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও আজ (শুক্রবার) কম গেল না দলটি। সিলেট থান্ডারকে হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। যেখানে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ শেষ করতে মাত্র ৪৮ মিনিট সময় নিয়েছে রাজশাহী!
৯২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই বিপাকে পড়ে সিলেট। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না দিয়ে হযরতউল্লাহ জাজাইয়ের উইকেট তুলে নেন নাঈম হাসান। পরের ওভারে উইকেটের দেখা না পেলেও মাত্র দুই রান খরচ করেন এবাদত। তবে দলের এমন হতশ্রী অবস্থা খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লিটন ও আফিফ হোসেন। পরের ৪ ওভারে তুলে নিয়েছেন ৫৩ রান।
এরপর ৬২ রানের পার্টনারশিপের মাথায় আফিফ ৩০ রান করে বিদায় নিলেও খুব বেশি বেগ পেতে হয়নি রাজশাহীকে। লিটনের অপরাজিত ৪৪ রানের সুবাদে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। যেখানে ২৬ বলে ৪৪ রানের ইনিংসটি সাজাতে লিটন চার মেরেছেন ৭ টি।
এর আগে টসে হেরে নিজেদের ইনিংসের গোড়াপত্তন করতে আসেন রাজশাহীর দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও জনসন চার্লস। উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন দুজন। ১৯ রানে থাকা রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। খানিক পর চার্লসকে ফেরান অলক কাপালি। পরের বলেই কাপালির দ্বিতীয় শিকার জীবন মেন্ডিস। ফলে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে সিলেট।
এরপর মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন দলের হাল ধরলেও তা টেনে নিয়ে যেতে পারেননি বেশিক্ষণ। মিঠুনকে ২০ রানে ফিরিয়ে ৩১ রানির পার্টনারশিপ ভাঙ্গেন রবি বোপারা। এরপর ১০ রানের ব্যবধানে শেষ ৫ ব্যাটসম্যান আউট হলে ১৫ ওভার ৩ বলেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় সিলেট। রাজশাহী হয়ে কাপালি নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ৯১/১০ (১৫.৩ ওভার) মিঠুন ২০, মোসাদ্দেক ২০, রনি ১৯; কাপালি ৩/১৭, ফরহাদ রেজা ২/৯, বোপারা ২/১০
রাজশাহী রয়্যালস: ৯২/২ (১০.৫ ওভার) লিটন ৪৪*, আফিফ ৩০, মালিক ১২; নাঈম ১/১৬
ফলাফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী।
Leave a Reply