পটিয়ায় ‘স্বাধীন পতাকা উত্তোলন দিবস পালিত

স্বাধীন পতাকা

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ‘স্বাধীন পতাকা’ উত্তোলন দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। শুক্রবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত এক স্মৃতিচারন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।

’৭১ সালের ১৩ ডিসেম্বর যুদ্ধাকালীন কমান্ডার মহসিন খাঁন ও প্রফেসর আবু ছৈয়দের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে পটিয়া থানায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করে পটিয়াকে হানাদার মুক্ত করে এবং স্বাধীনতার উৎসবে জয় বাংলা স্লোগান দিয়ে বিজয় উল্লাস করে।

পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা খায়ের আহমদের সভাপতিত্বে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। প্রধান বক্তা ছিলেন- যুদ্ধকালীন কমান্ডার ও দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন খাঁন।
এতে বক্তব্য রাখেন-সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার চেয়ারম্যান মো. রফিক আহমদ, নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা চৌধুরী, ফয়জ আহমদ, পরিমল, মুছা আলম, মো. আমিন, জাকির হোসেন, নুর নবী চৌধুরী, নাসির উদ্দিন শরীফ, কামরুল হুদা, রনজিত দে, মো. ইয়াছিন, সাংবাদিক পংকজ দস্তিদার, মো. শাহজাহান, মো. সোলাইমান, জামাল আহমদ চৌধুরী, আবু ছিদ্দিক, গোপাল চৌধুরী, মৃনাল বড়ুয়া, শেখ বদিউল আলম, সামশুল আলম, মো. ইছহাক মেম্বার, ইকরামুদুল্লাহ, আবদুল গফুর, চন্দন কুমার দে, আমির হোসেন, ভবেশ কান্তি বড়ুয়া, আইয়ুব চৌধুরী, আবদুল গাফফার খাঁন, জয়নাল আবেদীন।

স্মৃতিচারন অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধারা পটিয়া থানা প্রাঙ্গণে গিয়ে স্বাধীন পতাকা উত্তোলন করে এই দিবস স্মরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *