২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আনোয়ারা উপজেলার দুস্থ ৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
আজ শুক্রবার দুপুরে মন্ত্রীর চট্টগ্রাম নগরীস্থ সার্সন রোডের বাস ভবনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকায় বিতরণের জন্য এসব সেলাই মেশিনের বরাদ্দ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রীর হাত থেকে বরাদ্দকৃত সেলাই মেশিন গ্রহণ করেন ফরিদা বেগম, লাখি আকতার, শিরীন আকতার, মুন্নি সোলতানা রূপা ও রুজি আকতার।
এসময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি উপস্তিত ছিলেন।
এছাড়াও সেলাই মেশিন বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা রাবেয়া চৌধুরী, আনোয়ারা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারসহ উপজেলার বিভিন্ন প্রতিনিধিগণ।
Leave a Reply