দাম্পত্য জীবনে চলার পথে কখনও কখনও আসতে পারে নানা বিপদ। সব কিছু ঠিকঠাক চলতে চলতেও অনেক সময় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আমাদের জীবনের গতিতে একটা ধাক্কা লাগতেই পারে। এই যেমন স্বামীর চাকরি চলে যাওয়া। এ পরিস্থিতিতে স্ত্রীর মাথায় রাখতে হবে যে স্বামীর চাকরি চলে গেলে কী করবেন।
জীবনে খারাপ-ভালো সব পরিস্থিতিই আসবে। মাথায় রাখতে হবে যে তার সঙ্গে লড়াই করার মতো শক্তি আমাদের প্রতিটি মানুষেরই প্রয়োজন। আর স্বামীর চাকরি চলে গেলে একটা সংসারে অনেক রকম সমস্যা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে খুব কষ্ট করে একজন স্ত্রীকে বিষয়টা সামলে নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনও অনেকেই মনে করেন যে সংসার চালানোর জন্য পুরুষের আয় করা জরুরি। এই পরিস্থিতিতে স্ত্রী চাকরি বা উপার্জন করার পরও অনেক সময়ই স্বামীর ওপর অতিরিক্ত চাপ থাকে। আবার স্বামীর যখন চাকরি চলে যায়, তখন গোটা ব্যবস্থার ওপর চেপে বসে অত্যধিক চাপ।
এই সময়ে স্ত্রীকে খুব সচেতন হয়ে যেতে হবে। যেকোনো মানুষের জীবনে আসতে পারে এই অবস্থা। তাই অহেতুক চিন্তা বাড়িয়ে লাভ নেই। বরং আপনি যদি এই সময়টায় কোনো ভুল করে বসেন, তবে গুরুতর অশান্তি আসবে জীবনে।
শান্ত থাকুন
এই সময়ে আপনার ওপর অনেক কিছু নির্ভর করবে। এমনকি স্বামীও আপনার ওপর ভরসা করতে চাইবেন। আর আপনি ভেঙে পড়লে তো পুরো বিষয়টাই বদলে যাবে। তাই শান্ত থাকার চেষ্টা করতে হবে। শান্ত থাকতে পারলেই অনায়াসে সমস্যার হয়ে যেতে পারে সমাধান।
স্বামীর পাশে থাকুন
স্বামীর পাশে থাকাটা এই সময় খুবই দরকার। কারণ আপনি যদি তার পাশে এই সময়ে না থাকতে পারেন, তবে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে মাথায় রাখতে হবে স্বামীকে অবসাদে যেতে দেয়া যাবে না। তাকে ভরসা দিন। তারপরই তো আপনি সমস্যা থেকে সবাইকে বের করে আনতে পারবেন।
সংসার চালান হিসাব মতো
একজনের চাকরি নেই। তাই পারিবারিক আয় কমেছে। এই সময় আপনাকে সতর্ক হতে হবে। সেক্ষেত্রে খুব চেষ্টা করুন যে কম পয়সায় সংসার চালানোর। বরং হিসাব করে চালাতে হবে গোটা সংসার। তারপরই আপনি সমস্যা থেকে বের হয়ে যেতে পারবেন।
স্বামীকে নতুন চাকরি খুঁজতে সাহায্য করুন
অনেক সময় দেখা যায়, একবার চাকরি যাওয়ার পর নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে এটা ভুল একটা দর্শন। সেক্ষেত্রে অনেক সমস্যাই দেখা দিতে পারে। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে তাকে সঠিক পথে যেভাবেই হোক আনতে হবে। তবেই সমস্যার সমাধান করা হবে সম্ভব। তাই তাকে নতুন চাকরি খুঁজতে বলুন।
অন্যদের সাহায্য নিন
এই বিষয়টাকে লুকিয়ে রাখলে আদতে সমস্যা বাড়বে। তাই নিজের কাছের বন্ধুদের সাহায্য তো নিতেই হবে। তারাই আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। এক্ষেত্রে প্রতিটি কাছের মানুষের মতামত আপনার ক্ষেত্রে অমূল্য রতন হতে পারে। এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।
এন-কে
Leave a Reply