নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ১৩ ডিসেম্বর নীলফামারী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে প্রবল আক্রমনের মধ্য দিয়ে নীলফামারী সদরকে হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

দিবসটি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

শুক্রবার সকালে ডিসি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

এরপর সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষীণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক জেলা কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *