দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সমাজকল্যাণ পরিষদ’র বস্ত্র বিতরণ

হিন্দু সমাজকল্যাণ পরিষদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রামের আন্দরকিল্লার পুরোনো নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করা হয়।

হিন্দু সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রীতম দাশ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিসদের সভাপতি শ্যামল কুমার পালিত।

এতে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলু নাগ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক গাজী ইফতেখার আহমেদ ইমু প্রমুখ।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭২—এর সংবিধান রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা শুরু হয়। ওই হত্যাকান্ডে যারা জড়িত ছিল তারা চেয়েছিল পাকিস্তানের মতো রাষ্ট্রীয় সংবিধানে সাম্প্রদায়িকীকরণ করতে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক স্বপন সেন, উজ্জ্বল পাল চৌধুরী, কার্তিক চন্দ্র দে, কল্যাণ ভট্টাচার্য, মিশু তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. মোরশেদ, যুবলীগ নেতা মো. জুয়েল, সঞ্জয় তালুকদার প্রমুখ।

২৪ ঘণ্টা / জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *