মহাসড়ককে যানজট মুক্ত রাখতে পুলিশের সাথে শিল্প প্রতিষ্ঠানের মতবিনিময়

.jpg

সীতাকুণ্ডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিয়ম করেছেন হাইওয়ে পুলিশ চট্টগ্রাম (সার্কেল) এর সিনিয়র এএসপি মোঃ সফিকুল ইসলাম।

সোমবার বেলা ১১ টায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এএসপি সফিকুল ইসলাম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদেশ্যে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড অংশে বহু বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের লরী, কাভার্টভ্যান, ট্রাকসহ মালামাল ভর্তি গাড়িগুলো মহাসড়কের পাশে রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

অনেক প্রতিষ্ঠান তাদের ফ্যাক্টরির সামনে পার্কিংকে ফুলের বাগান বানিয়ে দখলে রেখে মহাসড়কের উপর গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক কারখানার মালিক বড় বড় ফ্যাক্টরী করেছে অথচ নিজেদের গাড়ি পার্কিং এর জন্য জায়গা রাখেনি। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে যার যার ফ্যাক্টরীর গাড়ি নিজস্ব পার্কিং এ রাখা, রাস্তার উপর কোন ধরনের গাড়ি না রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল এর সভাপতিত্বে উক্ত মতোবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম,সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, এসআই সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ কাউসার, চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মোঃ সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন রয়েল সিমেন্ট, কে এস আর এম, কে ওয়াই সি আর, কেডিএস লজিস্টিক, আরএফএল, বিএসআরএম, শীতলপুর স্টিল, বিএম কন্টেইনার ডিপো, পোর্ট লিংক ডিপোসহ বিভিন্ন ইন্ডাট্রিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *