বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন চট্টগ্রামের পেশাজীবীরা

চট্টগ্রামের পেশাজীবিরা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন চট্টগ্রামের পেশাজীবী নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও সম্মান জানানো হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর ডঃ একেএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নির্বাহি সদস্য আযহার মাহমুদ, চট্টগ্রাম সংবাদিক হাউজিং সোসাইটি চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আবৃত্তিকার রাশেদ হাসান, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক রাশেদ মোহাম্মদ, প্রচার প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সিইউজে’র নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্ত।

শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক স ম ইব্রাহিম, মাখন লাল সরকার, খেলাঘর চট্টগ্রাম মহানগরী যুগ্ম-সম্পাদক মোরশেদুল আলম, সাংবাদিক মান্নান মেহেদী, শহিদুল ইসলাম, প্রীতম দাশ, মহররম হোসেন, কাউসার খান, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ফারুক ইসলাম, বাউবি ছাত্র সংগঠক জনি বড়য়া প্রমুখ।

পেশাজীবী নেতারা পুস্পস্তবক দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *