মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত রয়েছে। কিছুই যেন থামানো যাচ্ছে না মুদ্রাটির দরপতন। সোমবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃব্যাংক ফরেক্স মার্কেটে রুপির মান তলানিতে গিয়ে রেকর্ড পরিমাণ নেমে গেছে। এ দিন ডলারের বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন ৮১ দশমিক ৬৬-এর কাছাকাছি পৌঁছে যায়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির ফরেক্স মার্কেটে ডলারের বিপরীতে রুপির দর শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ৮১ দশমিক ৬২ এ ঠেকে। এদিন মার্কিন মুদ্রার বিপরীতে রুপির মান সর্বকালে সর্বনিম্নে নেমে আসে। এদিকে গত দুই দশকের মধ্যে ডলার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৮১ দশমিক ৪৩ রয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ভারতীয় রুপি ৯ দশমিক ৫ শতাংশ দুর্বল হয়েছে। রুপির এর দরপতন ঠেকানোর জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে। এতে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বছর ব্যবধানে ৬৪২ বিলিয়ন ডলার থেকে ৫৪৫ বিলিয়ন ডলারে নেমে গেছে।
এ বিষয়ে এইচডিএফসি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অভিক বড়ুয়া বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্বের অবস্থানে নিতে হলে ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। যেমন, প্রবাসী ভারতীয়ের আরও অর্থ দেশে পাঠাতে উৎসাহিত করতে হবে।’
বড়ুয়ার মতে, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকে রুপির পতন ঠেকাতে হস্তক্ষেপ করা উচিত।
এ সপ্তাহে একটি বিবৃতিতে বড়ুয়া জানান, যদি আগামী মাসের ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে প্রায় ৫০০ বিলিয়ন ডলারে নেমে আসে, তাহলে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ বাড়ানো উপায় নিয়ে ভাবনা হতে পারে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে রুপির অবস্থান স্থিতিশীল করতে এবং রিজার্ভ বাড়াতে রিজার্ভ ব্যাংকের আরও মূলধন প্রয়োজন।
এন-কে
Leave a Reply