হায়েনাদের আস্ফালন দেশবাসী প্রত্যক্ষ করেছে: চট্টগ্রাম মহানগর যুবদল

অবৈধ সরকার তার শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নগ্নভাবে দলীয়করণে ব্যস্ত। তার জ্বলন্ত উদাহরণ গত ১২ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার রায়। সর্বোচ্চ আদালতেও খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং রায় পরবর্তী ক্ষমতাসীন ব্যক্তিবিশেষের বক্তব্যের মধ্য দিয়ে জাতীয়তাবাদী পরিবার ও দেশবাসী শতভাগ নিশ্চিত কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও কারাগারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জন প্রিয়নেত্রী, যে নেত্রীর কোন নির্বাচনে হারার নজির নেই সেই নেত্রী বেগম খালেদা জিয়া। যার আকাশচুম্বী জনপ্রিয়তায় তার বড় অপরাধ। আওয়ামীলীগ ক্ষমতাকে কুক্ষিগত করে চিরস্থায়ী করার লক্ষ্যে আদালতকে ব্যবহার করে বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে।

তিনি এ সময় মহানগর, নগরের আওতাধীন ১৫টি থানা, ৪৩ সাংগঠনিক ওয়ার্ডসহ ইউনিট যুবদল নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী আদর্শের স্বার্থে একতাবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তির দাবী করেন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) নাসিমনভবনস্থ দলীয় কার্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, মুজিবুর রহমান মুজিব, জাহেদুল হাসান বাবু, অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানার আহবায়ক মো. আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিুন্ট, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, রাজন খান, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, ওসমান গণি, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, রাসেল নিজাম, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো. সাগির, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, এনামুল হক এনাম, এস এম বখতেয়ার উদ্দিন, নুরুল ইসলাম, সহসম্পাদকবৃন্দ মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, মো. হাসান, হামিদুল হক, জাহাঙ্গির আলম বাবু, আশ্রাফ উদ্দিন, সিরাজ সিকদার, আবদুল আউয়াল টিপু, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মিফতাহ উদ্দিন টিটু, মো. আজম, আরিফ হোসেন, জাহাঙ্গির আলম মানিক, ইমরান ভূঁইয়া, মো. নাসির, নগর যুবদলের সদস্য করিম উল্ল্যহ, প্রফেসর সাইদুল সিকদার, আবদুস সাত্তার, আজিজ চৌধুরী, সাখাওয়াত কবির সুমন, থানা যুবদলের শেখ রাসেল, শওকত খান রাজু, মঞ্জুর আলম মঞ্জু, মোর্শেদ কামাল, ইউনুস মুন্না, ১০ নং ওয়ার্ডের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী, ২ নং ওয়ার্ডের এস এম আলী, ৫ নং ওয়ার্ডের আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের আবু বক্কর বাবু, ১৩ নং ওয়ার্ডের বাদশা আলমগীর, ৭ নং ওয়ার্ডের মো. জাবেদ হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউনুস, ৩ নং ওয়ার্ডের মো. হাসান, ১৪ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *