বোয়ালখালীতে অস্ত্র কারখানা সন্ধানে ইউপি চেয়ারম্যানের বাড়িতে র‌্যাবের অভিযান : অস্ত্র উদ্ধার

অস্ত্র কারখানা বোয়ালখালীতে

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : অস্ত্রের কারখানার সন্ধানে চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়ী ঘেরাও করে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৭।

এসময় একটি ওয়ান শ্যুটার গান, ২টি বুলেট ও ওয়ান শ্যুটার গান ও পিস্তল তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায় সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার চেয়ারম্যানের বাড়ীতে গোপন সূত্রে অস্ত্রের কারখানার সন্ধ্যান পেয়ে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অভিযানে যায়।

অভিযানের সময় চেযারম্যানের বাঁশের তৈরি অস্ত্রের কারখানাসহ পুরো বাড়ি ঘিরে রাখে র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য। বিকেল পর্যন্ত চলে এ অভিযান। তবে অভিযানের খবর আগে থেকে পেয়ে ওই বাড়ির সকল সদস্য কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মাসকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করলেও অভিযান সম্পর্কে বিস্তারিত বলতে পারেন নি। তিনি বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান।

এদিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের বলেছেন- বোয়ালখালীর এক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে অস্ত্রের কারখানা রয়েছে এমন অভিযোগের ভিক্তিতে র‌্যাব বাড়ীটি ঘেরাও করে অভিযান চালায়।

সেখানে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। সেখানে ১টি ওয়ান শ্যুটার গান ও ২টি বুলেটসহ ওয়ান শ্যুটার গান ও পিস্তল তৈরির বেশকিছু সরঞ্জাম পাওয়া গেছে।

তিনি বলেন, চেয়ারম্যান ও তার পরিবার এ অস্ত্রের কারখানার সাথে সম্পৃক্ত কিনা বিষয়টি খতিয়ে দেখবো। এখন আপাতত অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য- ২০১৭ সালের ৫ মে নগরীর আমিন জুট মিল এলাকা থেকে চেয়ারম্যান বেলালের ভাই শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন ওরফে বাপ্পীকে অস্ত্রসহ আটক করেছিলো নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

পরে তাকে নিয়ে গ্রামের বাড়ী বোয়ালখালীতে চোরাই মোটর সাইকেল ও অস্ত্রের সন্ধানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে বাপ্পীকে ছিনিয়ে নিয়ে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *