আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান

বন্য হাতির ভূমিমন্ত্রী

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের জন্য ৭ লাখ ৫৬ হাজার টাকার আর্তিক অনুদান দিয়েছেন বন বিভাগ।

শনিবার সকালে ভূমিমন্ত্রীর সার্সন রোডস্থ বাসভবনে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে উপজেলার হাজীগাও বৈরাগ এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহত ২০ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের, মো. ইয়াছিন নেওয়াজ চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বাঁশখালী রেঞ্জ বন কর্মকর্তা আনিসুজ্জামান, জীব বৈচিত্রা কর্মকর্তা নূর জাহান মিল্কী, দীপান্ধিতা ভট্টাচার্জ্য, বনপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *