‘বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজজুড়ে রান তুলতে হিমশিম খেয়েছে পাক ব্যাটাররা। দুই ওপেনার ছাড়া ব্যর্থ ছিলেন সবাই। মিডল অর্ডারের দুর্বলতা আবারও প্রকাশ্য।

পাকিস্তানের ব্যাটারদের এমন হাল দেখে ভয় হচ্ছে সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের। কারণ বিশ্বকাপের বাকি আছে মাত্র দুই সপ্তাহ। এমন পারফরম্যান্স যদি বিশ্বকাপেও বয়ে নিয়ে যায়, তাহলে প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান। নিজের ইউটিউব চ্যানেলে এমন আশঙ্কার কথাই বলেছেন শোয়েব।

বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

এর আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড দেখে একই শঙ্কার কথা জানিয়েছিলেন শোয়েব। তিনি বলেন, দল নির্বাচন দেখে আমি শঙ্কায় আছি, প্রথম রাউন্ডেই বাদ পড়তে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম এবং হেড কোচ সাকলায়েন মুশতাককে দুষছেন শোয়েব।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের ইউটিউব চ্যানেলে বলেন, প্রধান নির্বাচক হতাশার এক স্কোয়াড ঘোষণা করেছে। আরও বলেন, তারা বলছে যে দল দেয়া হয়েছে, সবাই পছন্দ করবে। কিন্তু আমি বলব এটা ভয়ঙ্কর হয়েছে। পাকিস্তানের ব্যাটিংয়ে নড়বড়ে অবস্থা মিডল অর্ডারে, অথচ সেখানে কোনো পরিবর্তন নেই।

আরও যোগ করেন, যখন প্রধান নির্বাচক এভারেজ মাপের হন, তখন দল নিয়ে এভারেজ সিদ্ধান্তই আসবে। এছাড়া একসময়ের সতীর্থ এবং বর্তমান পাকিস্তান কোচ সাকলায়েন মুশতাককেও ছেড়ে কথা বলেননি শোয়েব। বলেন, সে (মুশতাক) সবশেষ ক্রিকেট খেলেছে ২০০২ সালে। আমার বন্ধু মানুষ। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, টি-টোয়েন্টি ক্রিকেটের কিছুই বুঝে না সে।

শোয়েব বলেন, আমাদের ব্যাটিংয়ের কোনো গভীরতা নেই। ক্যাপ্টেন বাবর আজম এ ফরম্যাটে মানিয়ে নিতে পারছে না। সে সবসময় শুধু ক্লাসিক কাভার ড্রাইভ খেলতে চায়। কিন্তু তাকে সবরকম শর্টই খেলতে হবে। এছাড়া ফখর জামান অস্ট্রেলিয়া কন্ডিশনে ভালো করতো বলেও মনে করেন তিনি।

দল দেখে হতাশ শোয়েব আবারও বললেন, আমি মনে করি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়তে যাচ্ছে পাকিস্তান।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *