ফটিকছড়ি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলার লেলাং স্মৃতি সৌধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্মৃতি সৌধ প্রাঙ্গণে লেলাং ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জানে আলম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইলিয়াস চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, থানার ওসি বাবুল আকতার, উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ, পি.আই.ও আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা,প্রাথমিক শিক্ষা অফিসার হাসানল কবির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। মেধাবী সন্তানদের হত্যা করাই বর্বর পাকিস্তানী এবং তাদের দোসরদের প্রধান লক্ষ্য ছিল। তারা জানত যে, একটি দেশের সামগ্রিক মেধা ধ্বংস হয়ে গেলে সেই দেশের সকল উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়।
মাষ্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন,মুক্তিযোদ্ধা খায়রুল বশর,আহমদ সাফা, ইলিয়াস, ইউপি সদস্য সরোয়ার হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা বধ্যভূমিতে গিয়ে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যম পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply