রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে মো. তাহমিদ হোসেন তাজিম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাগতিয়া মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাহমিদ হোসেন তাজিম ওই গ্রামের সৈয়দ বাড়ির মো. মারুফের একমাত্র পুত্র সন্তান।
জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় শিশু তাজিম। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন । এ সময় বাড়ির পেছনের পুকুরে তাজিমকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুকুরের পানিতে পড়ে শিশু তাহমিদ হোসেন তাজিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তার পরিবারের সদস্যদের গগনবিদারী আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
২৪ঘণ্টা/বিআর
Leave a Reply