চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না পেয়ে দুগ্ধ খামার ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আদালতে ৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেছেন হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রহমান। গত ২৫ সেপ্টেম্বর শহরে যাওয়ার পথে প্রকাশ্যে দিবালোকে জুলধা পাইপের গোড়া বাজারের ঘোড়া মার্কেটের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে এ হামলার ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
তবে চাঁদাবাজির কথা অস্বীকার করে অভিযুক্ত শাহনুর বলেন, আব্দুর রহমানের সাথে আমার বড়ভাই আলী আহমদের গরুর ব্যবসা রয়েছে।
ব্যবসায়িক সূত্রে আব্দুর রহমানের কাছে আমার ভাইয়ের পাওয়া টাকা খুঁজতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে অন্য দিকে মোড় দিতে আব্দুর রহমান ও তার ভাই এসব রটাচ্ছে।
এদিকে আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ২ অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ী আবদুর রহমানের পুত্র রিয়াদ আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে দুগ্ধ ফার্ম ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময়ে এলাকার কিশোর গ্যাং লিডার আলী আহমদ, মো. মামুন, সাঈদ হোসেন, শাহ নুর ও খোকন বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে।
কিন্তু আমার বাবা আবদুর রহমান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে শহরে যাওয়ার পথে আমার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা আমার বাবার কাছ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরো বলেন, চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করার পর আসামিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এমতাবস্থায় আমার বাবা ও আমাদের পরিবার প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাং লিডারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, পুলিশ কমিশনার, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংস্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার ব্যবসায়ী আবদুর রহমান, তার স্ত্রী রোকসানা বেগম রানী, রিজভী আহমদ ও ভাই ইঞ্জিনিয়ার এম এ মালেক প্রমুখ।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply